অনেকদিন নক্ষত্রের মেলা দেখা হয়না
রাত জাগা হয়না তারা গুণে
ক্লান্ত বিষণ্ণ এই মন
সৃষ্টির রহস্যে আর আনন্দ পায়না।


যান্ত্রিক সভ্যতা সব ভুলিয়ে দিয়েছে
মন বড় অশান্ত আজ,
মেকী ভদ্রতা সবাই পছন্দ করে
আপনজন সব পর হয়েছে।


অনেকদিন নক্ষত্রের মেলা দেখা হয়না
এ নিয়ে আর আফসোসও হয়না
আধুনিক সভ্যতা এসব নিয়ে ভাবেনা
এখন সব অন্য রকম ভাবনা।