বিকেলের রোদ ধীরে স্তিমিত হয়ে আসে
বিষণ্ণতার সুর  যেন ভেসে আসে বাতাসে
আলো আঁধারের খেলা একটু পরে শুরু হয়
সব কিছু লাগে যেন কেমন জটিল রহস্যময় ।


ঘুম এসে যায় নির্জনে ঠিক তার পরে
সারাদিনের ক্লান্তি অবসাদ ভর করে শরীরে
নীরব হয়ে যায় চারিদিক ঘুম নামে  চোখে
আরেকটা দিন চলে যায় মহাকালের বুকে। (৮.৬.১৭)