কিশোরের দুচোখের রঙিন স্বপ্ন হঠাৎই ভেঙ্গে যায়
বৃষ্টি দেখে আনন্দ পাওয়ার দিনও একদিন শেষ হয়
হঠাত বড় হয়ে জীবনের বাস্তবতা দেখে যেতে হয়
বড় হয়ে যাওয়াটা আজও তাকে কাঁদিয়ে বেড়ায় ।


কৈশোরের মায়াবী স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়
বদলে যাবার ইচ্ছে তাকে আজও বারবার কাঁদায়
চাইলেই কি সেই দিনগুলিতে ফিরে যাওয়া যায় ?
প্রখর রোদের মত কষ্ট তার মনকে বারবার পোড়ায়।