তীক্ষ্ণ উত্তরের হাওয়া বেদনা আনে প্রাণে
রিক্ত করে দেয় আমায় ধীরে ধীরে সঙ্গোপনে
সুপ্ত থাকে জনপ্রাণী ,কেউ কষ্ট পায়না কেউ পায়
মাতাল বসন্তে শীতের স্মৃতি আরও বেশী কাঁদায়