সুস্মিতা,
হাসির ফুল্ল ছড়ায়ে আজিকে
ফুলসজ্জায় যাচ্ছো নির্বিকার!
'ভালোবাসি' বলে যেই ছেলেটিকে
প্রিয়তম বলে ডেকেছিলে বারেবার
কোন একদিন; আজ তাকে ছেড়ে
চলে যাও দূরে; বড়োই চমৎকার!
সুস্মিতা! বলো, সবই কি ভুল!
পৃথিবী-প্রকৃতি প্রেমের অহঙ্কার?


সুস্মিতা,
আচানক তুমি প্রমাণ করলে
ভুবনের নারী বণিকের সম্পদ!
তুষ্ট মনের প্রেম প্রেম খেলা,
কবি ও কবিতা তোমার অঙ্গদ।
ফুলসজ্জায় যাও পাষাণীয়া!
মৃত্যুশয্যায় প্রহর গুণে সে ছেলে,
অভিনয় জানো সুস্মিতা তুমি,
মেঘের পাখায় চলে যাও অবহেলে।


সুস্মিতা,
হাসির ঝলকে বিশ্ব পুলকে
নেচে উঠেছিলো মোহন বাঁশির সুর;
তোমার নামেই দোলে উঠেছিলো
যুবার বিশ্ব- পাহাড় সমুদ্দুর।
সামনে তোমার দাঁড়াবে না যুবা,
জেনে রেখো তুমি, মনে রেখো সুস্মিতা;
যুবার আকাশে উজ্জ্বল তারা
ছিলে তুমি, নীল স্বপ্নেরই কবিতা।


৯ বৈশাখ, ১৪২৪
২২/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।