সখি, দিসনে কাজল, কাজল চোখে।
চোখ ইশারায় বান মেরে তুই
সায়ক ছুঁড়িস আমার বুকে॥
ঝর্ণাধারার অমল জলে
ঝুমঝুমাঝুম চরণ ফেলে,
অরূপ তনুর গ্রীবা দুলিয়ে
যাস চলে যাস কলসি কাঁখে॥
বন-বালিকার নিটোল চরণ
ছন্দ তোলে যে পাহাড়ি পথে,
মর্মর সুরে গান গেয়ে যায়
শুকনো পাতায় সাঁঝের গীতে।
নদী ছলছল চলছে দূরে
শ্যম-বালিকার উড়ুনি উড়ে,
বন্য-বাতাস গন্ধ ছড়ায়
নিঝুম গহীন বনের বাঁকে॥


৬ জ্যৈষ্ঠ, ১৪২৪
২০/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)