ছোট্টবাবু সেলামি চায় খুশির দিনের ঈদে,
বাস-টেক্সির চালকে চায়, তাদের বড় খিদে।
সেলামি চায় গিন্নী এসে, সেলামি চায় শালী,
হিজড়া-মেয়ে সেলামি চায়, দু'হাতে দেয় তালি।


রোজার ঈদে ছোট্টবাবুর আনন্দ-আনন্দ!
সেলামিতে পকেট ভরা নয়তো কোনো মন্দ।
কণ্ডাক্টর খুশি বড়ো পায় যদি সেলামি,
নইলে চেচামেচিতে সে করে যে পাগলামী।


গিন্নী চাহে লক্ষ টাকা কিনতে শাড়ি গয়না,
শালী চাহে হাজার দশেক আনতে পোষা ময়না।
হিজড়া মেয়ে হাত বাড়িয়ে চায় যদি দশ টাকা,
তাহার বেলায় আমরা বলি, পকেটখানি ফাঁকা।


বড়বাবু সেলামি নেয় কড়কড়ে সব নোট,
নেতারা সব সেলামি দেয় কিনতে আগাম ভোট।
সেলামি যে বড়োই ভালো, সেলামি যে মিষ্টি,
হাজার নামের এই সেলামি আমাদেরই কৃষ্টি।


০৭/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।