হে প্রিয়তি!
কিসের ক্ষতি
চন্দ্র-সূর্য-তারার মতো
প্রেম-পিরিতি অবিরত!
যোজন যোজন থেকে দূরে
তবুও তারা পরস্পরে
বসত করে অনন্তকাল
দিবারাত্রি, সকাল-বিকাল।
কেউ কখনো হাসে যদি গগন তলে
অন্যজনে লুকায় তখন ঘোর কৌশলে।


পিরিত মায়া গভীর হলে
কোনো ছলের হলাহলে
যায় কি কখন রুদ্ধ করা স্রোত-ধারা?
দীর্ঘ পথে নিরন্তরে চলে তারা।
পার হয়ে যে যায় তাহারা
সাগর, গোবী ও সাহারা।
আর হবে না হে প্রিয়তি, বয়োসিনী এই ভুবনে,
জ্বালিয়ে রাখো দীপ্র প্রভা তোমার মনে;
তাইতো জাগি তোমার সনে
স্বপন মাঝে, জাগরণে
উতল মনে
সঙ্গোপনে।


১২ বৈশাখ, ১৪২৪
২৫/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।