প্রেম করা নয় সহজ কথা।
রূপে-গুণে হয় নারে প্রেম
        প্রেম যে মনের ব্যাকুলতা॥


আঁখির 'পরে রেখে আঁখি,
চাওয়া-পাওয়া ঢেকে রাখি'
পরস্পরে জড়িয়ে ধরে
        যেনো তারা স্বর্ণলতা॥


চাঁদ-সাগরে প্রেমে মজে
তবু তারা রয় যে দূরে,
চাঁদের উদয় জোয়ার আনে
কান্দে সাগর মাতাল-সুরে।


জগৎ মাঝে প্রেমের খেলা,
কে করে তা' অবহেলা?
প্রেম-রসিকে তুলে ধরে
        প্রেমের মাঝে সরলতা॥


৬ জ্যৈষ্ঠ, ১৪২৪
২০/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)