('হাজার গোলাপ' প্রিয়তিকে উৎসর্গ করা হলো।)


তোমার নিটোল মুখপানে চেয়ে আনন্দেতে লিখি কবিতা,
ভালবাসি শুধু, ভালোবাসি প্রিয় প্রিয়তি প্রভাতের সবিতা।
তোমাতেই আমি রচনা করেছি স্বপ্ন গভীর আশ্বাসে,
আমার হৃদয় অনুভব করে তোমায় প্রতিটি বিশ্বাসে।


তুমি কি আমায় অনুভব করো প্রাণের ভেতরে হে প্রিয়তি!
সারাটি জীবন এমন করে জড়ায়ে থাকলে, বল কি ক্ষতি?
যেটুকু সময় পাবো ধরণীতে নিরবধি যাবো ভালোবেসে,
জ্বলেপুড়ে যাবে নিন্দুক সবে, খাক হবে তারা অবশেষে।


একশ আটটি নীলপদ্মেতে অকালবোধনে জাগে দুর্গা!
হাজার গোলাপ তুলে দেই আজ তোমার বেদীতে প্রিয়তমা।
তুমিই আমার কবিতার দেবী, এবার জাগো হে অনিন্দ্যা!
তোমার নামেই বিপুল প্রয়াসে লক্ষ বার হই জিন্দা।


২৯/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।