বৃষ্টি পতনের মতো তোলপাড় করে এলে; তুমি
ভাসিয়ে দিলে আমার রুক্ষ্মভূমি জলের পরশে;
ভুবনে পেলাম স্বাদ- স্বর্গসুখ; অক্ষরের ভূমি
পোয়াতি নারীর ন্যায় পুলকিত, বিমুগ্ধ হরষে।
আমাকে করলে দান রহস‌্যের অনন্য উত্তাপ-
শরীরের আড়ষ্টতা কেটে নিলো পরম সোহাগে;
পতঙ্গের ন্যায় দেই বাসনার হুতাশনে ঝাপ,
সুখ-মাধুরীর ঘুড়ি উড়ায়েছি নিত্য অনুরাগে।


কালের প্রবাহে আজ ভারাক্রান্ত; গোধূলি আভায়
জেগে উঠে দুঃখস্মৃতি অবিশ্রান্ত; এই আত্মহারা
বিচ্ছেদের প্রেমগীতি অকরুণ; আমাকে ভাবায়-
প্রতিদিন প্রতিরাত প্রতিক্ষণ নীল বেদনারা।
এখনো ভাবছি একা ক্রমাগত; দুঃখের প্রদীপ
জ্বেলে আলোকিত করি অয়োময় অন্ধকার দ্বীপ।


১৯/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।