অপেক্ষায় আছি স্বপ্ন নিয়ে দুই চোখে; উষ্ণ এবং স্বচ্ছ ঝর্ণাধারা হয়ে, কোন একদিন মমতার হাতে ধুয়ে নেবে জীবনের প্রসারিত কষ্টসমূহের কালশিটে দাগ! তাই, হাতের আঙুলে সহজে লেপ্টে থাকা ঝোলাগুড়ের মতোন কষ্টগুলো গোগ্রাসে খাই চেটেপুটে। রাতের গহীনে খোলামাঠে চিৎ হয়ে শুয়ে দেখি বিস্তৃত আকাশ! মেঘের কারুতা, চাঁদের ছলনা- লুকোচুরি খেলা; নীলের আমেজ, প্রসারিত বুক- বিচিত্রতর রঙের সমাহার, রঙ বদলের খেলা। আমি কখনো পাহাড় দেখেনি, দেখেনি সাগর; শুধুই দেখেছি আকাশের মতো তোমার অন্তর। ভালোবাসাকে বর্ণিল করে সাজাও যে ডালিতে- স্নেহময় মমতায়। ওইখানে শ্যামল বনানী, বিশাল সবুজ মাঠ; ফসলের তুমুল সঙ্গীত বাতাসে বাতাসে ছড়ায় মৃন্ময়ী সুর- বড়োই মধুর। বলো, কিভাবে তোমার সাথে করি মিথ্যা অঙ্গীকার? তুমি যে আকাশ, আমার স্রোতস্বিনী। তুমি যে ফলন্ত মাঠ। তুমি দয়াবতী! দয়া করে দিয়েছো আমায় এই জীবনের অনন্তলোকের পবিত্রতা- নিগূঢ় প্রেমের প্রথম পাঠ।


২৩/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।