মন পাপিয়া যাও ডাকিয়া সকাল-দুপুর-বিকালে,
দিবস শেষে বেঁধে রাখো তোমার নিপুণ প্রেমজালে;
স্নিগ্ধ প্রেমের বিশাল আকাশ উদার নীলের রঙ-ছাওয়া,
অতুল এ প্রেম সাধন করে বুঝলো এ মন শেষকালে।


তোমার নয়ন শান্ত দীঘি, আকাশ ভরা মেঘের জল,
দৃষ্টি ফেলে সৃষ্টি করো প্রেমের গোলাপ অনর্গল;
কেউবা বলে রঞ্জনী আর কেউবা বলে মরণ-বীণ!
আমি জানি তুমি আমার স্নিগ্ধ দুপুর, প্রাণ-সজল।


রাত্রিকালে মিহিন জালে বন্দি করো, সরসী!
তখন আমি বেভুল মনে তোমার পাশে রই বসি;
চিন্তা-চেতন সকল ভুলে চেয়ে থাকি মুখপানে,
নবীন প্রেমে জেগে উঠো নবীন রূপে প্রাণতোষী।


২৩ জ‌্যৈষ্ঠ, ১৪২৪
০৬/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।