বৃষ্টির আদুল বুকে প্রেম নেমে আসে,
ফোঁটা ফোঁটা ধ্যানী প্রেম বকুল তলায়;
মেঘময় জীবনের স্মৃতিময় ঘাসে,
সাদা সাদা বকুলের আদর ছড়ায়।
ভিজে যায় সব কিছু, আহ্লাদী সকাল;
বুকের গহীনে মুখ লুকায় প্রিয়তি;
আঁধার ছড়িয়ে দেয় কুয়াশার জাল-
'ভেজা পথে হেঁটে গেলে কি এমন ক্ষতি?'


অঝোর ধারায় নামে অবিনাশী বৃষ্টি,
সর্বগ্রাসী স্পষ্ট স্বরে ভাঙনের সুর;
নিষ্কাম প্রেম এখন করে নাতো সৃষ্টি
আগের মতোন ফুল-নদী-সমুদ্দুর।
অন্ধকার ঢেউ জাগে প্রিয়ার অন্তরে,
মায়াবতী প্রেম কাঁদে সহজ প্রান্তরে।


৮ বৈশাখ, ১৪২৪
২২/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।