এইখানে খোলা মাঠ, বিশাল আকাশ,
ফসলের ছড়াছড়ি, সোনালী রোদ্দুর;
বুকের ভেতরে জমে দীঘল প্রশ্বাস,
নিঃশব্দের মা আমার- নীল সমুদ্দুর।
ইচ্ছের ঘুড়ি ওড়াই তোমার আকাশে-
রোগ-শোক-জরাগ্রস্থ-জীর্ণ-শীর্ণ দেহ;
স্বপ্ন-পুষ্প-রেণু ওড়ে তোমার বাতাসে-
মূল্যবান অশ্রুজল, ভালোবাসা-স্নেহ।


দু'ফোটা দুঃখের ভারে হৃদয়কে চিরে
ম্রিয়মান পড়ে থাকি, শুধু তুমি জাগো;
বুকের মণিকে ধরে প্রাণের গভীরে
দুর্গম বন্ধুর পথ হেঁটে যাও, মা-গো।
তুমি যদি কেঁদে উঠো; বৃষ্টির প্রলয়
সৃষ্টি করে জলোচ্ছ্বাস; হারাই নির্ভয়।


২৯/০৮/২০১৫
মিরপুর, ঢাকা।