(১)
হৃদয়েতে আজো জ্বালতে পারিনি
          স্বর্ণগলানোর আগুন,
সোহাগাবিহীন বিরহী এ মন
          ছুঁতে পারেনিকো ফাগুন।


(২)
ধুলোরঙা ওই আকাশের তলে
          কৃষ্ণমেঘেরই দল,
তৃষিত হৃদয়ে বর্ষণ ঝরায়-
          অলকানন্দার জল।
    
(৩)    
আসল নকল কিছু বুঝি নাকো,
          লাইলি-মজনু বুঝি;
বিদগ্ধ নগরী ইরানের পথে
          শিরি-ফরহাদ খুঁজি।


১৫/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।