কবিতারা আসে নাকো, কোন কথা বলে না যে,
ব্যাকুলতা ঝরে পড়ে একাএকা মন মাঝে।
বসে থাকি নিরালাতে ঘুমঘুম চোখ নিয়ে,
ছবি আঁকি মনে মনে আকাশের রঙ দিয়ে।
সুখময় ভালোবাসা হেঁটে চলে রাজপথে,
কবিমন গান গায় জলবতী নদীস্রোতে।
ভালো বাসা পাই নাই, কোনখানে ঠাঁই নাই,
যেখানেতে আমি যাই, ভালো ভাষা শিখি তাই।
প্রাণপণ আশা করি ভালো করে গাবো গীত ,
প্রিয়জন উষ্ণতায় কেটে নেবে মাঘ-শীত।
সুরে সুরে গেয়ে যাবো পেয়েছি যা ভুবনেতে,
হেলাফেলা আর নয়, সব নেবো হাত পেতে।
মায়া ঝরা বুক মাঝে জড়িয়ে তো ধরে নাই,
এইভাবে দিন গেলো কবিমন মরে নাই।
ভালোবাসা মরে গেলে স্বপনেরা সরে যায়,
দূর পথে চলে যায় সোনা-ধান ভরে নায়।
কেউ বোঝে কেউ নয়, কেন কবি একাএকা,
খাপছাড়া মিলহারা কবিতারা দেয় দেখা।


১২/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।