হৃদয়খানি রাখছো বেঁধে তুমি
কাঁটাতারের কঠিন শক্ত তারে,
আমার এ মন তবু তোমার কাছে
তুমুল নেশায় ছুটছে বারে বারে।


তোমার নিটোল অলক্তরাগ পায়ে
অর্ঘ্য দেবো আমার প্রেমাঞ্জলি,
এই সমাজের লজ্জা এবং ভয়ে
সমস্ত আজ দিলাম জলাঞ্জলি।


হও যদি গো দূর আকাশের তারা
দুঃখ দিতে পারবে নাতো আমায়,
সাগরজলে লুকিয়ে থাকো যদি
সমস্ত জল সেঁচে আনবো তোমায়।


সহস্রবার এসে মর্ত্যলোকে
ভালোবাসার দীপ্র প্রভার ছটায়,
বাঁধবো তোমায় গহীন মনের তলে
কাঁটাতারের বেড়া দেবে কোথায়?


৫ জ্যৈষ্ঠ, ১৪২৪
১৯/০৫/২০১৭
মিরপুর, ঢাকা