বৃষ্টির ফোঁটাগুলো ঝুপঝাপ ঝরছে,
তার সাথে বাতাসের গতিবেগ বাড়ছে।
এই বুঝি, ঝড় এলো ঘরমুখো চলো রে,
ছেলে-মেয়ে দে দৌড় খেলাধুলা ফেলো রে।


আকাশেতে কালো মেঘ তেড়েফুঁড়ে আসছে,
বিদ্যুৎ মেয়েগুলো দাঁত খুলে হাসছে।
বাতাসের ঝাপটায় গাছগুলো নাচে রে,
কেউ তোরা যাসনেকো পুকুরের কাছে রে।


অসময়ে যায় কে রে, ঐ দেখো পুকুরে!
আঁধার যে নেমে এলো এই ঘন দুপুরে।
আমগুলো পড়ে, ডুবে পুকুরের জলেতে,
কেবা যায় অবেলায়, বলো কোন্ ছলেতে?


পণ করি ঝড় শেষে যাবো আম কুড়োতে,
এইবেলা ঘরে থাকো ছেলেমেয়ে বুড়োতে।
শোনে নাকো কেউ কথা ভয় নেই মনেতে,
দুষ্টুরা দলে দলে যায় আম বনেতে।


৬ বৈশাখ, ১৪২৪।
১৯/০৪/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।