(৯)
তোমার প্রেমের সুধাধারায় মাতাল করো, হে প্রিয়তি!
বুকের মাঝে থাকো যদি, বলো তোমার কিইবা ক্ষতি?
তোমার নামে যাই ছুটে যাই সাগর-মরু, পাহাড়ি পথ;
তুমি আমার দিক-নিশানা, অন্ধকারে আলোর জ্যোতি।


(১০)
প্রেম-আরকে সিক্ত করে আমায় তুমি নাও তুলে নাও,
মাতাল করে পথের পাড়ে অন্ধকারে ক্যান্ রেখে যাও!
তোমার নামে দান করে দেই আমার সকল চিন্তাধারা;
দুখ-সাগরে ভাসিয়ে দিয়ে হে প্রিয়তি, কি মজা পাও?


(১১)
তোমার নামের আরক-ধারা এক চুমুকে শেষ করে যাই,
নিত্য তোমার আঁচল তলে আমার কালো মুখ যে লুকাই।
তোমার নামে পাহাড় ভাঙ্গি সাগর জলে সাঁতার কাটি;
গহন পথে একলা হাঁটি; ভাবছি তোমায়, কোথায় যে পাই?


১৯ জ্যৈষ্ঠ, ১৪২৪
০২/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।


কেউ বলে- রুবাইয়াত বা রুবাই।
আবার কেউ বলে- শায়েরী।
আমি বলি- ‘চৈতন্যের জলধারা’।