আমাদের ভালোবাসা গল্পের বিলাসী রমণীর মতো
অভিমানী মন তার। অমৃত কথায় চরকির ন্যায়
ঘোরে। বৃষ্টিজলে স্নান করে নাগরিক মেয়ের মতোন।
একজন বিরহিণী দুঃখ-কাহিনীর শব্দছবি আঁকে।
জীর্ণ সেতু পার হয় প্রাণের প্রতীক সততার সাথে।
চিন্তায়, নিদ্রায় এঁকে যায় কত ছবি! আসল-নকল
সবকিছু, সযতনে বিদায় জানায় প্রিয়ের ইচ্ছার
অজুহাতে। মানুষের হৃদপিণ্ড ঈশ্বরের কারুকাজ।
জটিল অঙ্কের খেলা, সজীব প্রভাত, কবিতার সংজ্ঞা-
ভয়াল দিবস-রাত্রি। এইসব কথা ভেবে অনাহুত
আগন্তুক হেঁটে যায়। সোনারঙ, বৃষ্টিধারা, বর্ষাজল,
সবকিছু মিলেমিশে একাকার। গুচ্ছ গুচ্ছ প্রেমকথা  
চরমপত্রের মতো রসিকতা! জীবনের ধারাপাতে
খুঁজে মরে জীবনের মানে অহর্নিশ, প্রবাসী জীবনে।
হৃদয়ের সৃষ্টিরসে জেগে উঠে ধর্ম-অধর্মের বাণী।
তুমি নেই বলে, আজো আমি কবি নই; বড় আশাবাদী
মন নিয়ে এখনও কবিতা লিখছি- প্রেমগল্প কথা।
ঘামের গন্ধের মতো উৎকট গন্ধময় ভালোবাসা-
পৃথিবীর নগ্নতার অপার সৌন্দর্য নেমে আসে ধীরে,
ভক্তের প্রণতী পেয়ে। সৃজনশীলতা, অস্তিত্বের সুর,
হাহাকার করে বাজে, হৃদয়ের মাঝে, করুণ রাগিণী।
প্রজন্ম পার্থক্য সৃষ্টি করে কবিতার স্পষ্ট শব্দাবলী;
সবকিছু পরিস্কার বুঝতে পারি না। তবুও কবিতা
সাজাই কালীদাসের শিষ্যের মতোন মেঘের পাখায়।


২৫/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।