তুমি কি গো পাখি?
ভোরের দোয়েল পাখি!
টুঁইটুঁই করে ডেকে যাও নিতি-
নিপুণ সুরেলা মিহিন কণ্ঠে।
রাতজাগা ঘুম প্রভাতে গভীর হয়;
তোমার সুরেতে টুঁটে যায় অলসের সুখ!
ছুটে আসে প্রেম, লুটে নাও সব;
ঘুমভাঙা মনে গোপনে গোপনে
জেগে উঠে এক আনন্দ উৎসব।


চিঠি নেই আর আগের মতোন-
লাল-নীল খাম, বিচিত্র রকম কাগজের ভাঁজ;
কতোই কৌশলে খুলে নিতে হয়,
ভুলভাল বানানের গহীন প্রেমের কথা।


আধোঘুমে অবিন্যস্ত দেহে
পিচুটি মাখা দৃষ্টিতে মিটিমিটি চেয়ে
মোবাইল ফোনে বার্তা পাঠাও ছোট ছোট করে-
'কেমন আছো?'
'সুপ্রভাত!'
'এখনো ভাঙেনি ঘুম!'
ইত্যাদি, ইত্যাদি।


বাসিমূখের দুর্গন্ধ ঝরে পড়ে চারিদিকে,
ভোরের স্নিগ্ধ বাতাসে;
তাতালো গরমে ঘামে ভেজা দেহের পরতে
কিলবিল করে বীজাণুর দল।
সঙ্গমের এঁটো হাতে
প্রাণহীন মোবাইলে সৃজন করো প্রাণের সঞ্চার!
এর নাম আধুনিক প্রেম, কী চমৎকার!


২২ জ্যৈষ্ঠ, ১৪২৪
০৫/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।