বহুদিন হলো টলটলে জল দেখি নাই দুই চোখে,
শুদ্ধ বাতাসে নিশ্বাস নিতে প্রবল বাসনা জাগে;
ইচ্ছে জাগছে নয়ন মেলিয়া বিশাল আকাশ দেখি,
ঘাসের সবুজে নাঙ্গা চরণে এলোমেলো যাই হেঁটে।
রাতের বাতাসে ঝিঁঝিঁদের গান, আকাশে বিশাল চাঁদ,
রাতজাগা পাখি বিচিত্র স্বরে ডেকে উঠে ক্ষণে ক্ষণে;
তোমার কোমল ছোট ছোট হাত আমারই করতলে
খেলা করে যায় নিপুণ প্রেমের সাবলীল বাসনায়।
দূর থেকে শুনি কলকল স্বর- নদীর জলের তান,
জেলেদের নায়ে লণ্ঠন জ্বলে, জলে ফেলে তার ছায়া;
আমরা দুজন কথাহীন প্রাণ প্রকৃতির সন্তান-
কত শত কথা তোলপাড় করে, অনুভবে বুঝে যাই।
চাঁদের আলোয় চাঁদমুখখানি ঝলমল করে উঠে,
নিরবতা ভেঙে উচ্ছ্বলতায় শিহরণ জাগে মনে;
হাজার বছর বসে থাকি দোঁহে সৃষ্টির আদি হতে-
আদম-হাওয়া, শিরি-ফরহাদ, লাইলী-মজনুরূপে।
বিলোলিত প্রেম স্বর্গ-মদিরা বিলায়ে দিয়েছো প্রাণে,
নবীন প্রাণের অমলতা ঝরে জীবনের গানে গানে;
পৃথিবীর সব প্রেমিক প্রাণের সকল পাপের দায়ে
আমরা দুজন পতিত পাবন প্রেমের রণাঙ্গনে।


০৯/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।