দিনের শেষে অন্ধকারে
দাঁড়িয়ে থাকি পথের ধারে,
গোপন করে লুকিয়ে রাখি
ভালোবাসার গানের পাখি।
আঁধার আকাশ আড়াল হলে-
ভোরের পথে আনি তুলে,
শেষ তারাটি কান্না করে
বলে আমায় করুণ স্বরে-
'কোথায় তুমি চলছো একা?
আর হবে না মোদের দেখা?'


ডেকে বলি- 'অরুন্ধতী!
তুমি আমার হও প্রিয়তি।
বুকের তলে রঙিন বাতাস,
পূবাকাশে আলোর আভাষ।
হারিয়ে গেলে আমার প্রিয়া,
থাকবো আমি কাকে নিয়া?
আকাশ জুড়ে আলোর আশা,
বেঁচে থাকো ভালোবাসা।'


০৮/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।