আনন্দেরই বান ডেকেছে আজকে আমার মনে,
খুশবুগুলো ছড়িয়ে পড়ে ঘরের কোণে কোণে।
বন্ধু সুজন প্রিয় আমার আসবে সঙ্গোপনে,
সইগো থাকিস নৃত্যকলায় আনন্দিত মনে,
আমরা দুজন থাকবো যখন মধুর কুঞ্জবনে।
আনন্দেরই বান ডেকেছে বিরহিণীর মনে।


সখি! তোরা আজকে সবে যারে দূরে যা!
বন্ধু আমার লজ্জানত, কাছে আসছে না।
আজকে তারে বুকের তলে রাখবো জানিস না?
পরশে তার হরষে মন নাচবে রে চন্দনা।
চিত্ত আমার সিক্ত করবে বন্ধু সুজন মনা,
তোরা সবে ভীর করিস না, আজকে দূরে যা।


হৈ হৈ হৈ  মনের ভেতর ঢেউ জেগেছে আজ,
আকাশের সব তারা ফোটে না নামতেই সাঁঝ;
দখিণা বায় বসন ওড়ায় খুলে নেয় সব লাজ,
অপেক্ষাতে অধীর আমি ভাল্লাগে না কাজ,
পরাণ বন্ধুর ভালোবাসা নিপুণ কারুকাজ!
হৈ হৈ হৈ আনন্দতার ঢেউ জেগেছে আজ।


০৬/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।