মামলা দিয়ে, হামলা করে,
রুখবি কতো সত্যকে?
সত্যবাণীর কাব্য করে
সকল কবি মর্ত্যতে।


সত্যকথায় ফোস্কা পড়ে,
কবির লেখার সকল দোষ!
শ্রীজাত এবার ফাঁস করেছে
মৌলবাদীর অণ্ডকোষ।


অশ্লীলতার দোহাই দিয়ে
করছে তারা কেস, জানি;
খোঁজ রাখে কি অশ্লীলতায়
ভরে গেছে দেশখানি!


এক কবিতায় ধর্মবাদীর
জাগলো মনে ভীষণ ভয়!
মানুষ মারার কথা সেথায়
সেটারে কি ধর্ম কয়?


শ্রীজাত-কলম রুখবে তারা
এমন শক্তি তাদের কই?
আমরা সবাই কাব্যকথায়
শ্রীজাত কবির পাশে রই।


পাসনেরে ভয় শ্রীজাত, ও ভাই!
আমরা আছি তোর সাথে;
ভেসে যাবে অন্যায়ের বাঁধ
সৎ-কবিতার বন্যাতে।


২২/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।