বিষণ্ণতা! কাছে থাকো তুমি প্রেমিকার মতো।
সারা রাত আজ গল্প হবে-
ছেলেবেলাকার জলকেলী,
এখনো যে আমি যাইনি ভুলি';
সে সকল সুর নিয়ে, সে সব শব্দ নিয়ে,
ইনিয়ে বিনিয়ে গল্প হবে তোমারই সাথে, তোমার সাথে।


বিষণ্ণতা! যেও নাকো দূরে চতুর প্রেমিকার মতো-
যে ভালোবাসার কথা বলে, কবিদের সাথে।
কপালে আঁখি তুলে করে বিস্ময়!
নিরন্তর করে অভিনয়;
ঘর বাঁধার কালে মণিকুন্তলায়, হৃদয়ের জালে
বেঁধে রাখে বণিকের হাড় জিরেজিরে বুক, হাত, ঠোঁট।


বিষণ্ণতা! তুমি রহো বুকের ভেতর প্রিয়তির মতোন,
নিঃস্বার্থ প্রেমের প্রগলভতা নিয়ে।


২১/০৩/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।