কবিতা কখনো পিরিতির কথা পরিহার করে
চলে না। কবির প্রাণের গোপন এষণা; সতত
কবিদের মনে প্রেমের তৃষ্ণা জাগায় প্রবল;
নদীর জলের মতোন প্রবাহমান চিরকাল।
নদীরা যেমন প্রাণ পণ ছুটে সাগরের পানে,
কবির পরাণ নারী হৃদয়ের অগাধ জলের
প্রেম সাগরের স্পর্শের তরে চলে অবিরাম।
সেই প্রেমজলে অবগাহনের ইচ্ছা সকল
মানুষের প্রাণে। কবি হৃদয়ের আজন্ম প্রেম
ছায়ার মতোন নারীর হৃদয়ে করে বসবাস।
শুদ্ধ পিরিতি লাভ-ক্ষতি দেখে চলে না কখনো;
ঈশ্বর চেতনে বয়ে যায় বিশ্বচরাচর।
কবির হৃদয় কবিতা রচে যায় নারী-মনের
বিমূর্ত-প্রেম, আপন মনের মাধুরী মিশিয়ে।


২০/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।