চিরবসন্তের চিঠি দিয়ে গেলো যে কবি;
সে-ই কবির জন্মদিন আজ- সতের মার্চ।
------------------------------------
হে মহামানব! তোমার এ জন্ম, শুধু জন্ম নয়;
তুমি এসেছিলে বাংলাদেশে  ব্রতকথা-ঋষি রূপে;
চিরবঞ্চিত শোষিত মানুষেরে মুক্তি-সুধা দিতে।
যে ফুলে সেজেছে বাংলাদেশ সবুঝ-শ্যামল মাঠ;
ঢেউবতী নদী যেই দেশে নাচে পূর্ণচন্দ্র রাতে।
সেখানে পুঁতেছো তুমি স্বার্থহীন নাড়ির বন্ধন,
এনেছো চিরবসন্ত, সম্মৃদ্ধ প্রেমের নীল চিঠি;
লাল-সবুজের পতাকায়- স্বাধীনতা যার নাম।


তোমার জন্মদিনে দুলে উঠে মাটিগন্ধী কবির
সরল ভাষায় ললিত কবিতা- ছন্দ শব্দাবলী;
কৃষকের ভালোবাসা- হেমন্তের ঢেঁকিছাটা চাল,
শ্রমিকের ঘামে জেগে উঠা প্রাণ- রক্তিম শ্লোগান,
জেলেদের জালে অজর স্বপন- রূপালী ইলিশ,
কামারের হাতে তপ্ত লোহা শাণ দেয়া ভালোবাসা।
শিশুর স্নিগ্ধ হাসির জন্য ভয়ের কণ্টক ঠেলে,
এনেছো ঘুমন্ত প্রাণে জীবনের মহা-চারুপাঠ।
বাঙালি জাতির চির-জাগরূক এক উজ্জ্বল নির্মাণ!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


১৭/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।
==============================