দু'কলম লেখা জানা আধুনিক কবি সব
মোহমায়া নারীমনে সহজেই প্রেমে পড়ে;
কবিতার শিরোনাম- আলোথালু ভালোবাসা।
শব্দের বাটিগুলো টুং টাং আওয়াজে
কথা কয় এলোমেলো, তালকানা সুরহীন;
ভালোবাসা ঝরে পড়ে দিনরাত কবিতায়,
ছন্দের কারুহীন কাগজীয় কলকথা,
ফুলে ফুলে মধু খোঁজে আচানক মৌ-লোভী।


অলসের নন্দিনী একা ঘরে বন্দিনী,
কাজ নেই একা একা আয়নায় মুখ দেখা;
ঠোঁট লাল রঞ্জনে, আঁখি কালো অঞ্জনে,
পরকীয় প্রণয়িনী মৌ-লোভী সাথে নিয়ে
রেস্তোরা-পানশালে ধুলো রঙা রোদ্দুরে
বেহিসেবী জোছনায় কেঁপে উঠে থরথর।
নগরের ব্যস্ততা গোপনীয় কলতানে
উইপোকা-পিঁপড়ার আলুথালু ভালোবাসা।
-------------------------------------
(পিপীলিকার পাখা গজায় মরিবার তরে...)


১৪/০৩/২০১৪
মিরপুর, ঢাকা।