সাবধান হও মাঝি; ভরা ভাদরের
গাঙে নৌকা চালানোর দুরন্ত বাসনা,
অমিত তেজের কাজ। ওই ঈষাণের
কোণে মেঘ জমে আজ ; ঝড়ের ঝঞ্ঝনা
বাজছে তুখোড়, গাঙ-পাড়ের সীমানা
হবে সয়লাব; তীব্র-দাহক জলের
ঘুর্ণিপাকে নাগিণীরা তুলে বিষ-ফণা;
সুজন মাঝি! খেয়াল রেখো মাস্তুলের।


জীবনের নিস্তরঙ্গ সময়ের কালে
সুখময় পরশের খানিক লালসা-
তরঙ্গায়িত বিপদ, কামনার জালে
হইও না বন্দী, যাবে সম্মান সহসা।
উল্টা স্রোতে বাইও না তরণি তোমার
কালবেলায়; বাড়বে দুঃখ বেশুমার।


০৫/০৩/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।