চাঁদের সাথে প্রেম করে সে
হারায় হিয়া বসন্তে,
কাব্যকথার যুদ্ধে যাবে
মুগ্ধ ছবির হসন্তে।


কাব্য-নারী পৃথক করে
জগত মাঝে জোচ্চোরে,
জাগো এবার প্রেম-জাগানী
ভাঙতে আকাশ খুব জোরে।


ছল-চাতুরীর পুকুর পাড়ে
গোর দিয়ে আয় সবুজ প্রেম,
প্রতিবাদের বায়না উঠূক
যাক না চলে অসুর শ্যাম!


নির্বাকী সব প্রিয়তিদের
ভাড়াটে সব অনাচার,
বাঁচার তরে ভালোবাসায়
যুদ্ধ করে ভাঙ্ এবার।


২৮/০২/২০১৭
মিরপুর, ঢাকা।