ভালোবাসার রঙ আছে কি, জানো?
হলুদ সবুজ নীল সাদা কি লাল!
আগুন ঝরা কৃষ্ণচূড়ার মতোন
ভালোবাসার রঙ কি চিরকাল?


আকাশ ছাওয়া রাধাচূড়া যতো,
ফাগুন বাতাস রঙিন করে হয়তো;
সবুজ মনে অবুঝ কাঁপন জাগে
হে প্রিয়তি! তোমার ছোঁয়ায় নয়তো!


কৃষ্ণচূড়া রাধাচূড়ায় মিলে
বিমল আভায় ভরিয়ে দেয় বিশ্ব!
ফাগুন এসে রাঙিয়ে দেয় বুঝি
যতেক আছে প্রেম কাঙালি নিঃস্ব!


২৬/০২/২০১৭
মিরপুর, ঢাকা।