রাতের চাঁদের মতো একা জেগে রও
বাঙালির মেয়ে তুমি; প্রণয়ীর চোখে
বিরহ-বেদনা জ্বলে, বিষ-ক্ষত বুকে
সারারাত তারাদের সাথে কথা কও।
বুকেতে বিষের বাণ, হাসি মুখে সও
একান্ত নীরবে সব; দুরন্ত অসুখে
কুড়ে কুড়ে খায়, কথা নাহি ফুটে মুখে
মানুষীর মতো; শুধু যন্ত্রণাই বও।


নারীর বেদনা বুঝে মানুষ এমন-
পৃথিবীর নয়; তাঁরা স্বর্গের বিস্ময়!
তাঁদের কোমল স্পর্শে আলোকিত হয়
পরিযায়ী জীবনের আঁধার ভুবন।
সন্ধ্যার মেঘের রঙ বিদ্যুতের মতো
বাঙালি নারীর বুকে জ্বলে অবিরত।


২১/০২/২০১৭
মিরপুর, ঢাকা।