মানুষের মনে বাসনাকুসুম ফুটে,
ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে পায় নাতো করপুটে;
তাই তো জগতে নিতি নিঝঝুম রাতে,
অশ্রুজলের নদী বয়ে যায়; ঘুমহীন আঁখিপাতে
তীব্রদহন জ্বলে,
যুগ যুগ ধরে পৃথিবীর তলে নিষ্ঠুর কৌশলে।


বুকের ব্যথাটি দাউ দাউ জ্বলে, আগ্নিগিরির মতো
সবুজ পৃথিবী অস্থিরতায় কেঁপে যায় অবিরত;
মানুষের মন সোহাগী পরশ চায়-
ভালোবাসা-মমতায়।


বোবা কান্নারা ঢুকরে ঢুকরে কাঁদে-
জীবনের অবসাদে,
কখনো বোঝে না কেহ-ই পরস্পর;
বিচ্ছেদগুলো হচ্ছে নিয়ত কষ্টের মর্মর।


২১/১২/২০১৫
মিরপুর, ঢাকা।