অংশুমালী ছড়ায় প্রভা গিরি শৃঙ্গে তেজঃময়,
তোমার প্রভার উজ্জ্বলতায় আমার হৃদয় কবি হয়।
কুঞ্জেতে আজ পুঞ্জিভূত তোমার প্রেমের হীরার ঢল,
শাক্য মনে আনলে তুলে দুধলী চাঁদের নীলোৎপল।


বাঙালি এই কাঙালি মন রাঙালে যে প্রেম দিয়ে,
সাতশ' সাগর সেঁচে মানিক ভেট দিয়ে যাই, হে প্রিয়ে!
ঘিঞ্জি মনের পিঞ্জরা আজ ভেঙ্গে ফেলি বালিকা,
একশ আটটি ফুল চয়নে দানবো তোমায় মালিকা।


'জুলজেনা' এই মনটি আমার মরুর পথে যায় ছুটে,
গাত্রজ্বালার তপ্ত গালায় চায় যে তোমায় করপুটে।
আয়ুষ্মতী! সরলসতী পরশ দিয়ে রাঙাও হাত,
অন্ধকারের বন্ধ ঘরে আলোয় নামুক শ্বেত প্রভাত।


ছল করে আর বল পাবে না কল-কৌশল মিথ‌্যে সব,
পাশাল বুকে সুখে-দুখে রাখবো তোমায় হোক উৎসব।
জলপিপিতে শিস দিয়েছে বিষগুলো সব জলের তল,
নূর-মহলে সুর জেগেছে মালকোষী তাই মন শীতল।


২৩/১২/২০১৫
মিরপুর, ঢাকা।