কবিতা লিখছি কেনো? প্রশ্ন জাগে মনে!
কখনো কি কবিতারা এসেছিলো
ফাল্গুণী-রাতের দুধলি চাঁদের জ‌্যোস্নার বনে?
গোমতি নদীর তীরে, এসেছিলো সে ধীরে,
শতাব্দীর প্রাচীন সভ্যতার প্রাসাদের চূড়ায়।
নেমে এসেছিলো এক আচানক পাখি
সারসীর মতো গ্রীবাখানি তুলে
ভাদ্র মাসের চান্নি পসর রাইতের বেলায়।


সারারাত কুয়াশার ভীড়ে হেঁটে গেছে সময়ের ঘড়ি,
শর্ষের ফুলের মতো রোদের আঁচলে দেখেছিলাম
বিচিত্র বর্ণের প্রজাপতিদের উড়াউড়ি।
সেইসব দিনগুলি কচি বাতাবি লেবুর মতো
গাঢ় সবুজ হয়ে চেতনার চাতালে হেঁটে যায়;
কষ্টকর নির্ঘুম রাত, প্রথম প্রেমিকার হাত-
কমলা রঙা রোদ, সবুজ বনের প্রজাপতি,
একে একে এঁকে যাই- কবিতায় কবিতায়।


২৩/১২/২০১৫
মিরপুর, ঢাকা।