কুয়াশার চাদরে সিক্ত শিশিরে;
নিশি শেষে সূর্য উদয়,
হালকা হিমেলে উষ্ণ ভালবাসায়;
এমনো প্রতি প্রহরে-
তোমাকে কাছে চায় অভিমানী এ হৃদয়।


হাত বাড়ি দাও
আলতো ছোঁয়ায় সুখের পরশ দিব ;
একাকীত্বকে বিদায় জানিয়ে-
শীত গ্রীষ্মে দুঃখ সুখের সঙ্গী হবো;
হবো তোমার প্রাণ প্রিয়- এইতো প্রণয়,
হালকা হিমেল ভালবাসায়,
তোমাকে কাছে চায় অভিমানী এ হৃদয়।


ভালবাসার বন্ধ দ্বার-
দাও খুলে দাও;
আমার পাগল মনটাকে সহজে বুঝে-
পরখ করে নাও।
সুযোগ করে দাও তোমাকে বুঝতে;
প্রতি ক্ষনে তোমাকে অনুভব করতে;
এভাবেই বোঝাপড়ার মাঝেই যেন -
চাঁদ ও চাঁদনী শান্তির সৌরভ ছড়ায়,
বন্ধনময় শান্তি বিলিয়ে সুষ্ঠ পরিবেশে-
হালকা হিমেল ভালবাসায়,
তোমাকে আজীবন কাছে চায়
অভিমানী এ হৃদয় ।


17-11-16