না শান্তনা নয়...সাহস চাই... সামনে এগোবার.
জন্মিলে যেতেই হবে
ছাড়তে হবে ভবো পার,
আজ্রাইল তো তার সঙ্গেই নিবে ;
থাকবেনা পথ পালাবার।


সেদিন যতই হোক জাগ্রত আত্মসিদ্ধি ;
বিধাতার স্মরণে যত হোক কাণ্ডারি হুশিয়ার,
দেহ তরী  নিথর-ই হবে
সুযোগের লেশ-মাত্র থাকবেনাকো
নিঃশ্বাস নেবার একটি বার।
আজ্রাইল তো তার সঙ্গেই নিবে
থাকবেনা তো পথ পালাবার......


বিচ্ছ্বেদ, বন্ধন ....
ছেলে-মেয়ে পরিবার সহ আত্মীয়স্বজন,
আর কত সুভাকাঙ্খী আনাগোনা কত প্রিয়জন,
হতভাগা দুঃখে-ভার অশ্রু সবার,
সন্তানের আর্তনাদ আহাজারি
বাবা যে'ও নাকো মোদের ছাড়ি ,
তবুও সময় নেই এক মুহূর্ত
স্নেহের মমতায় একটুখানি জড়াবার।
আজ্রাইল তো তার সঙ্গেই নেবে
পথ নেই তো পালাবার...।


বিবেকের দ্বারে ....
পাপ পুণ্য গুলো দৃশ্যমান হবে বারে বারে ...
কিসের বাণিজ্য ? কী নিয়ে অদৃশ্য সফর ?
শূণ্যতায় ভরপুর  ভব-তরী গোটা সারবার......
ইচ্ছেটা বাঁধ সসাজবে পূণ্য জোগারের
জন্ম আর একবার।
আজ্রাইল তো তার সঙ্গেই নিবে
নাইকো সুযোগ দ্বিতীয়বার
জন্মিলে যযেতেই হবে
ছাড়তে হবে  এ'পার পাড়ি জমাবার ও'পার....।


কৃতজ্ঞতায় অবসর শামীম......
05-03-17
ক্যান্সারে আক্রান্ত বাবার জন্য দোয়া চাই