ঘৃণা আমার মাঝে নাই...
তবে পাষাণ্ডতা রয়েছে,
ভালবাসা আমার থেকে অবহেলা পায়;
তবে হৃদয়টা তবুও - আমার হাসতে শিখেছে।


অহংকার আমার মাঝে ভিড়তে চায়
তবে নিরাশ তাকে জায়গা দেই নি,
নিষ্ঠুরতা আমাকে হাসতে শিখিয়েছে
তবে সমাজ তাকে মেনে নেয় নি।


প্রতিবাদি ভাব আমার মাঝে ব্যপক বিস্তার ;
তবে জায়গা ক্ষেত্রে বিলাতে পারি নি ,
ক্ষুদ্ধ আমি প্রায়- ই নির্বাকও আমি;
হাসতে আমি তাও ভুলি নি।


পাওয়া না পাওয়া যেখানে হাহাকার করে;
আমার সুখ সেখানে নিশ্চিন্ত অভিমানী,
দুঃখ যেখানে আমার অবহেলাতেও নির্যাস;
হাসতে আমি আমি তাও ছাড়ি নি ।


অণু ন্যায় ধরণীর সব অপ্রাপ্তি-ই সতেজ আমার;
তবুও ক্ষুদ্র পরিসরেও- তা পূরণে ব্যস্ত আমি,
দুঃখে সঙ্গী কান্না যেথা আমার ;
জল মুছে হাসতে সেথা তাও ভুলি নি।


28-10-16