বল তুই বল ;
ও চোখের জল ,
কার তরে কিসের পরে ?
চোখের কোণে  চিকচিক করিস;
করিস বৃথা কেন টলমল।


যে গেছে চলে -
তোমার হৃদয় পুড়ে;
ফেরতহীন ভালোবাসার দাবানলে ,
সে যে ফিরিবার পথিক নহে
সে যে নিষ্ঠুর পথিকের দল;
বল তাহলে বল,
কেন অঝোর ধারায় ঝড়িস ?
ও আমার অবুজ চোখের জল।


সার্থক হতো তোর ঝড়ে পরা;
শত অপেক্ষা এত তিতিক্ষা;
সেতো ফিরিলো না ;
জীবন্ত থেকেও তুমি হয়ে গেলে
জীবিত লাশের মরা ।


কেন তুমি এত স্নেহ কাতর
হতে কেন পারনা পরষ পাথর
নিজেকে কেন করে নিলে
দুখির সম্বল ,
বল তুই বল ;
ও চোখের জল ।
--- 14/05/2016
স্থান ঢাকা
সময় 10:30