আমি মনের দামে মন কিনেছি;
চোখের জলের জন্য নয়,
আমি ভালবাসতেই ভালোবেসেছি ;
ভুলে যেতে নয়।


আমি,তোমার আমার বিষন্নতা ভোলাতেই - ভালোবেসেছি;
একাকীত্ব বাড়াতে নয়,
আমি সুখ বিলাতেই ভালোবেসেছি
দুখের হুঙ্কার ছড়াতে নয়।


আমি বাকিটা প্রহর আঘাতহীন-স্ব-যত্নে ভালোবাসতেই তোমায় কাছে চেয়েছি;
ক্ষণিক বা এক মুহূর্তের জন্য নয় ,
দুঃখ সুখের সঙ্গ দিতেই হাতে হাত রেখেছি;
প্রেমের নাটাই ছেড়ে দিতে নয়।


আমি, শত কাটার আঘাত সহ্য করেই তোমার আবদ্ধ হৃদয়ের বাগানের প্রবেশ করেছি ;
শুধু সুভাষিত সৌরভ নিতে নয় ,
আমি তোমার ঝরে পড়া ফুলেতেও ভোমর হতে এসেছি;
ঘাতক মালি হতে নয়।


আমি তোমার ধুলো মাখা পথেরও পথিক হতে এসেছি
ভ্রান্ত পথে হারিয়ে যাও, তা হবার দিতে নয়
পথের শেষে গন্তব্যটা যেন হাসিতে ইতি টানে ,
কোন অশ্রু জলে ভাসাতে নয়।


আমি তোমার আঁধার রাতে আলোক প্রদীপ হতে এসেছি;
চাঁদনী জ্যোছস্নার আলো কেড়ে নিতে নয়,
একাকী রজনীতেও তারা গুনার সাথী হতে এসেছি
মিথ্যে কোন দুঃস্বপ্ন হতে নয়।


আমি তোমার মাঝে ভালবাসার শান্তির রাজ্য বিস্তার করতে এসেছি
অশান্তি রাজ্য-সভা পরিচালনা করতে নয় ,
প্রজা,প্রহরী ছাড়াই একাই
সর্বাঙ্গে তোমার রক্ষা করার দায়িত্ব নিতে এসেছি,
লেজ গুটিয়ে সাধু সাধক বৈরাগী হতে নয়।


28-04-17...