কোন এক কালে বরফ গলে আমি হবো ক্ষর স্রোত,
স্রোতের ধারায় জীবন পাড়ায় সাঙ্গ হবে আমোদ- প্রোমোদ।


সোনালী জীবন থেমে যাবে মাটির দেহ হবে মাটি
মায়ার বাঁধন ছিন্ন হবেই উপেক্ষা করে কান্নাকাটি।


মনের রাখার স্মৃতি হবো , হবো ঐ আকাশের চাঁদ
দিনের আলোয় ফুড়িয়ে যাবো , হবো দুঃস্বপ্নের রাত।