পাখিরা আকাশের বুকে উড়ে বেড়ায়,
সবাই মিলে দল বেঁধে উড়ে বেড়ায়।
ওদের মাঝে কোন হিংসা বিদ্বেষ নেই
ভুল বোঝাবুঝি নেই। ওরা প্রত্যেকেই
স্বাধীন ও স্বাবলম্বী, ওদের কোন মান
অভিমান নেই, রাগ নেই, বিদ্বেষ নেই।  
সকালে উড়ে যায় আহারের সন্ধানে,
সন্ধ্যায় কূলে ফেরে কূজনে কূজনে।


কিচির মিচির কলতানে মুখরিত হয়ে  
একত্রে ওরা দিনের শেষ গানটি গায়।
নিবেদন শেষে স্বীয় নীড়ে প্রবেশ করে।    
হতে পারে সেটি কোন ভালবাসার গান,  
কৃতজ্ঞতার কিংবা আরাধনার আহ্বান।    
ওদের জীবন ভালবাসাময়, মায়াময়।
উদার আকাশে স্বাধীন উড্ডয়ন শেষে
প্রেমের উষ্ণতায় ওদের ক্লান্তি দূর হয়।


ঢাকা
০৪ মে ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।