তুমি যদি চাও,
বৃক্ষের মত দাঁড়িয়ে কাটাবো আমার বাকীটা জীবন।  
চুপিচুপি শুষে নেব তোমার সব অঙ্গারায়িত নিঃশ্বাস,
আর তোমার বুকে ছড়িয়ে আসবো আমার অক্সিজেন।


তুমি যদি চাও,
এই ভরা শ্রাবনেও ডেকে আনবো কোন সুকন্ঠী কোকিল,
আমার শাখা মেলে দেবো নাম না জানা পাখিদের কাছে
যেন তারা একে একে এসে তোমায় গান শোনাতে পারে।  


তুমি যদি চাও,
আমি নীরব সাক্ষী হয়ে রবো তোমার সকল আনাগোনার,
পাতা ঝরিয়ে ঢেকে দেবো তোমার কোমল পায়ের চিহ্ন,
আমার শেকড় শুষে নেবে তোমার নিভৃতে ঝরানো অশ্রু!



ঢাকা  
১২ জানুয়ারী ২০১৭        
সর্বস্বত্ব সংরক্ষিত।