আজকের এই শারদীয় পূর্ণিমা দেখার প্রকৃষ্ট সময়
ঠিক মধ্যরাতের পর, একান্তে, নিরিবিলি নীরবতায়।
কিন্তু কোথায়? মাঠ ঘাট, উন্মুক্ত প্রান্তর কিংবা
তরুতলে নয়, গৃহছাদ কিংবা বারান্দার রেলিঙে নয়,
রূপোলী নদীবক্ষে নয়, পুকুরপাড়ে বেঞ্চিতে বসে নয়,
আজ আমরা বেডরুমে বসেই পূর্ণিমার চাঁদ দেখবো-
দখিনের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে। বানের মত
জ্যোৎস্না ঘরে ঢুকে যাবে, মেঝেতে আছড়ে পড়বে,
বিছানা ভেসে যাবে তার স্নিগ্ধ আলোর স্রোতধারায়...
আর সে আলো গায়ে মেখে মেখে আমরা হারিয়ে যাব
আলাপচারিতায়, স্নিগ্ধ আলোয় পড়ে নেব চেনা মুখের
যত অচেনা গল্পের কথা। বিছানায় শুয়ে মন ভোলানো
কিছু পিলো টক করতে করতে, ঘুমিয়ে পড়ার আগেই
আমি মনে মনে এঁকে নেব এক নতুন কবিতার খসড়া।



ঢাকা  
১৬ অক্টোবর ২০১৬    
সর্বস্বত্ব সংরক্ষিত।