মুখের বলিরেখাগুলো বলে দেয়,
কতটা পথ তুমি পেরিয়ে এসেছো।
সে পথটা যে কুসুমাস্তীর্ণ ছিলোনা,
চোখের অভিব্যক্তিই তার প্রমাণ।

মুখে প্রতিবাদ নেই, চোখে আছে।
দুটো ঠোঁট যেন সেলাইয়ে জোড়া
দুটো চোখ যেন কত বিস্ময়ভরা,
উষ্মায় ভুরু দুটো কুঁচকে গেছে।

হে অনিশ্চিতের পথযাত্রী,
তোমার বাকী পথটুকু মসৃণ হোক!
মশালের ন্যায় জ্বলজ্বলে চোখদুটো
বোঁজার সময় এক পশলা বৃষ্টি হোক!

পাদটীকাঃ যাকে নিয়ে এ কবিতাটা লেখা, তাকে এই লিঙ্কে দেখা যাবেঃ https://www.facebook.com/photo.php?fbid=110800412584756&set=a.1094320360...

ঢাকা
১৪ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।