কি হবে?


কি হবে চোখের জল নীরবে ঝরিয়ে
কি হবে ব্যথার কথা কাউকে জানিয়ে
কি হবে মনের রাগে মুখ টা রাঙ্গিয়ে
কি হবে লাঞ্ছনা গুলো কাউকে জানিয়ে
কি হবে থমকে হঠাৎ পথে দাঁড়ালে
কি হবে কাউকে ডেকে হাত বাড়ালে
কি হবে অত্যাচারে একা ফিরে দাঁড়ালে
কি হবে স্বপ্ন গুলো কাউকে বলে
কি হবে অতীত গুলো ফিরে দেখলে
কি হবে ভবিষ্য ত ভেবে রাখলে।


চলছে ত নিয়ম সব তাদেরই নিয়মেই
চলছে ত সব কিছু অর্থের জোরে ই
দেহে তাগদ আছে তাই তারা ডাকে কাজে
আমরাও বিকিয়ে গেছি দেহটা বাঁচাতে
কাজ শেষ হয়ে গেলে মিটান পানা ইচ্ছা হলে
তার পর সব কিছু ছুড়ে দূরে দেন ফেলে


আমাদের আর চাওয়া কি আমাদের পাওয়া কি
আমরা তো পাচ্ছি ভাত পেট্টা বাঁচাচ্ছি
আমাদের আর ন্যায় কি আমাদের নীতি কি
কি মূল্য আমাদের চাওয়া প্রেম পিরিতি।


তাদের আছে লাঠি মাটি তাই সব কথা খাঁটি
তাদের হাতে ই গড়া ন্যায় নীতির সারনিটি
আমরা মরলে পথে অবিচার অন্যায়ে
তাতে তাদের আর ক্ষতি কি
আমরা মানুষ নাকি পথের প্রাণী
আমরা বাঁচি বটে পেটে খাই দেহে খাঁটি।


আমাদের কথা যারা ভাবছে
তারাও তো ভয়ে ভয়ে কাঁপছে
আমরা জীবন দিয়ে লিখছি যাদের জয়
আমাদের কথা ভাবা বৃথা সময়ের অপচয়।।
১০/১০/০৬