লক-ডাউনে ঘরে থেকে কাজ করেছি বাইরে খুব জরুরী প্রয়োজন ছাড়া বের হইনি তাই কিছু ভাবনা কে কবিতার রূপ দে ও য়ার চেষ্টা করেছি, সময় ও কেটেছে ভালো। জানিনা এ কথাটা ক জনের জন্য বাস্তব তবে আমার জন্য খুব কষ্ট লাগে কবি তাকে ছেড়ে থাকতে কিন্তু বাস্তবতার কাছে বড় অসহায়।


তবে আসরে খুব কম কবি কেই দেখি তাই ভাবছি আমাদের অনেকেরই মনে হয় জীবিকার জন্য জীবন।


আত্ম তৃপ্তির যে একটা জীবন তা আর ক জনের আছে, তাই এ সভ্যতা জীবিকা নিয়েই ভাবছে। জীবন,মানবতা,প্রেম,মায়া,আনন্দ মূল্য হীন