তুই না বুঝলে বুঝবে কে
তুই না খুঁজলে খুঁজবে কে
দৌড়ে এসেছি সব ফেলে
আজ আমরা বহু দুরে।


সেই সেদিনের সকাল গুলো
লাল ডগডগে দুপুর ছিলো
সব- পেরিয়ে সন্ধ্যা হলো ।


ঘুম হীন চোখে হারায়ে
তোর সাথে মিশে পালায়ে
স্কুল দিয়ে ফাঁকি।
সারাটা দিন নেই খবর
ঠাকুরমার গল্পে হাজির
সন্ধ্যা হলে ঠিকই।


পড়া লেখার নেই বালাই
সে দিন ছিলো কত ভালাই।
রাত হলে না খেয়ে
ঘুমের ঘরে একাকী
ভাত খেয়ে নে সোনা
মায়ের ডাকা ডাকি।


হেলায় খেলায় হারায়ে দিন
আজ সূর্য টাকে দেখি রঙ্গিন
ইচ্ছে জাগে তোর পাশে সুই
পাল্টে গেছি আমি আর তুই।


তুই বলে কাকে ডাকি
তুই শব্দ টা গভীর ব্যথায়
হৃদয়ে লুকায়ে রাখি।
তুই বলে কেউ নেই আর আজ
তুই শব্দের নেই কোন সাজ
বড় একা একা আজ বাঁচি।।


২২/০৩/১৭